হাওজা নিউজ বাংলা রিপোর্ট অনুযায়ী, কান্দাহারের একটি মসজিদে বক্তৃতাকালে মৌলভী হেবাতুল্লাহ আখুন্দজাদে বলেন, পূর্ববর্তী সরকারের আমলে পাস করা সকল আইন বাতিল করা হবে।
তালেবান নেতা বর্তমান আফগান সরকারকে সমর্থন এবং শরিয়া আইনকে সম্মান করার জন্য জনগণের কাছে আবেদন করেছিলেন।
মৌলভী হেবাতুল্লাহ আখুন্দজাদে বলেন, শিগগিরই দেশে পূর্ণাঙ্গ শরিয়া ব্যবস্থা প্রতিষ্ঠিত হবে।
তিনি বলেন, প্রেসিডেন্ট আশরাফ ঘানি ও হামিদ কারজাইয়ের আমলে পাস হওয়া সব আইন পর্যালোচনা করে বেআইনি ও জনস্বার্থবিরোধী সব আইন বাতিল করা হবে।
এর আগে, ঈদুল আজহা উপলক্ষে এক বার্তায় তালেবান নেতা অন্যান্য দেশকে আফগানিস্তানের অভ্যন্তরীণ বিষয়ে হস্তক্ষেপ করা থেকে বিরত থাকতে এবং তালেবান সরকারকে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।